অবতক খবর,২৭ মে: সৌগত রায় রাস্তায় নেমে জমা জল পরিষ্কার করতে নর্দমার মুখে আটকে থাকা আবর্জনা ছড়ালেন যে কারখানার চিমনি ভেঙে পড়েছে সেই ঘটনার স্থল পরিদর্শন করলেন নিজেই জেসিপিতে উঠে বসলেন। দুর্যোগে মানুষের পাশে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। সকাল সকাল কাক ভেজা হয়ে দুর্গতদের সাহায্য করতে ছুটে গেলেন এক জায়গা থেকে অন্যত্র ।

ভোট চাইতে নয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সোমবার সকাল থেকে দমদমে অলি গলিতে হাজির হলেন সৌগত রায়। কথা বললেন স্থানীয় পুরসভার সঙ্গে। অতি দ্রুত জমা জল নিষ্কাশনে কি কি ব্যবস্থা নিয়েছে পুরসভা তা নিয়ে করলেন দীর্ঘ আলোচনা।