অবতক খবর ,রণজিৎ , উত্তর দিনাজপুর :-  ইসলামপুরের বাইপাসে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। মঙ্গলবার ইসলামপুর বলঞ্চা ইলুয়াবাড়ি এলাকায় বিক্ষোভরত কৃষকরা জানান, বাইপাস তৈরির সময় জমি দাতা কৃষকদের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার অধিকাংশই পালন করা হয়নি ।

বারবার জেলা থেকে শুরু করে মহকুমা পর্যন্ত বিভিন্ন দপ্তরে তাদের ঘুরতে হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রাম পঞ্চায়েত সদস্য নুর উদ্দিন জানান, বাইপাস রাস্তা তৈরি হওয়ায় তাদের আসা-যাওয়ার জন্য প্রয়োজনীয় রাস্তা নেই। নেই জল নিকাশি ব্যবস্থাও।

এমনকি মধ্যস্থতার মাধ্যমে তাদের যে ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল তাও তারা পাননি। এলাকার কৃষক মহম্মদ শমীম অভিযোগ করে বলেন, বাইপাস তৈরির সময় তাদের অনেকেরই ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়

এবং সে সময় তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গীতাঞ্জলি আবাস যোজনার ঘর বরাদ্দ করার জন্য। কিন্তু এসব ভাওতাবাজি বলে দাবি করে তিনি ক্ষোভে ফেটে পড়েন।

অবিলম্বে সমস্যার সমাধান না হলে এবং তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।