অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- মিডডে মিলের লোভে স্কুলে তান্ডব চালালো একটি বুনো দাঁতাল হাতি। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে নাগরকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার টন্ডু টিজি এস পি প্রাইমারি স্কুলে।

এই নিয়ে পর্যায়ক্রমে ২৯ বার ওই স্কুলটিতে তান্ডব চালিয়েছে দাঁতাল হাতি। ঘটনা ঘিরে ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা এদিন পরিদর্শনে আসা জলপাইগুড়ি জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ ওঁরাও, তৃণমূলের নাগরাকাটা ব্লক যুব সভাপতি গোবিন লামা ও সুলকাপাড়া যুব অঞ্চল সভাপতি মোবারক আলিকে ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখায়।

তাদের বক্তব্য, বার বার হাতির হামলার ঘটনা ঘটলেও প্রশাসন কখনোই স্কুলটি মেরামতের ব্যবস্থা করেনি। এদিন ভোর চারটা নাগাদ দাঁতাল হাতিটি প্রথমে স্কুলের বিশালাকার গেট ভেঙ্গে ভেতরে ঢুকে যায়।

এরপর মিডডে মিল রাখার ঘরের মধ্যে ঢুকে বেশ কয়েক বস্তা চাল সাবার করে।বাসনপত্রও তছনছ করে দেয়। এরপর স্কুলের ক্লাস রুমে ভাঙ্গচুর চালিয়ে ভোর পাঁচটা নাগাদ খয়েরকাটা জঙ্গলে ফিরে যায়।