অবতক খবর ,রণজিৎ , উত্তর দিনাজপুর :-   চোপড়া ব্লকের ভৈষপিটার হরমনগছে রেনুকা চা বাগান বিক্রি আটকাতে সরব হলেন শ্রমিকরা। এদিন হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত এলাকার হরমনগছে ১২ একরের একটি চা বাগানে সেখানকার শ্রমিকরা নিজেদের দখলে নেন।

অভিযোগ মালিকপক্ষ এই বাগানটিকে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। বাগান বিক্রি হলে শ্রমিকরা কাজ হারা হবেন বলে, আতঙ্কে এদিন তারা বাগানে খুঁটি পুঁতে দখল নেন।

শ্রমিক-কর্মচারীদের মধ্যে আকবর আলি সহ অন্যান্যরা জানান এলাকায় একের পর এক বাগান টুকরো টুকরো করে বিক্রি করার ষড়যন্ত্র চলছে।

যতদূর আমরা জানতে পারি মালিকপক্ষ এই বাগানটিকে ও বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বাগান যাতে বিক্রি না করা হয়, সেজন্য আপাতত তারাই বাগানের পরিচর্যার দায়িত্ব নিচ্ছেন।

এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে চা বাগান মালিক আশু ভাওয়াল কে একাধিকবার ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।