অবতক খবর,২৯ মার্চঃ সাধারণ মানুষের খাবার জন্য তৈরি হওয়া আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্কের জল দিয়ে চলছে গ্যারেজে বাইক ধোলাই’য়ের কাজ। এমনই চিত্র লক্ষ করা গেলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভাসাইপাইকরে। আর যা নিয়েই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। যদিও সাংবাদিকের ক্যামেরা দেখেই তড়িঘড়ি খুলে নেওয়া হয় গ্যারেজ থেকে জল ট্যাঙ্ক পর্যন্ত লাগানো পাইপ। জানা গিয়েছে, সাধারণ মানুষকে পরিশ্রুত পানীয় জল দেওয়ার লক্ষে সামসেরগঞ্জের অন্যান্য প্রান্তের পাশাপাশি ভাসাইপাইকরেও একটি আর্সেনিক মুক্ত জল ট্যাঙ্ক করা হয়। সেখান থেকেই মূলত সাধারণ মানুষ জলপান করে থাকেন।

কিন্তু একেবারেই ভিন্ন চিত্র ধরা পড়লো সামসেরগঞ্জের ভাসাইপাইকরে। জল ট্যাঙ্কের পাশেই থাকা একটি মোটর সাইকেল গ্যারেজের বাইক সহ যাবতীয় কাজের জন্য ট্যাঙ্ক থেকেই নেওয়া হচ্ছে জল। শুধু তাই নয়, ট্যাঙ্কের সঙ্গে সরাসরি কানেকশন করে বাইক ধোলাই’ও করা হচ্ছে। খাবার জন্য পানীয় জল কিভাবে মোটর সাইকেল গ্যারেজের বাইক ধোলাই’য়ের কাজে লাগাতে পারে ওই ব্যবসায়ী? তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন আমজনতা।