আজ ৫ মে।মহান কার্ল মার্কস- এর জন্মদিন

দুনিয়ার বটবৃক্ষ
তমাল সাহা

মাথায় বটবৃক্ষের মতো একরাশ চুলের ঢল
গাল বেয়ে নেমে এসেছে দীর্ঘ ঘন দাড়ি
তুমি মানুষটা কেমন যেন আনাড়ি!

ভেঙে দিলে শোষণের দাপট
অজানা কথা করে দিলে ফাঁস।
প্রশ্ন তুলে দিলে দুনিয়া জুড়ে–
মুনাফাখোরদের জীবনে নেমে এলো সর্বনাশ।
শ্রমজীবীদের কেন থাকবে অনাহার?
শুখা ভুখা পেটে থাকবে কেন ওরা?
তোমরা পুঁজিপতিরা বানাবে মুনাফার পাহাড়!

শোষণ থেকে মুক্তির পথ তুমিই বাতলালে
ধনতন্ত্রের বুকে কাঁপন ধরালে।
তোমার বাস্তব দর্শনে এখনো ওরা ভীত
সর্বহারার কন্ঠে তোমার নাম চিরজাগ্রত।

দুনিয়া হবে প্রেমে পরিপূর্ণ মুক্ত-স্বাধীন।
কাল মার্কস নামে যাদের বুক থরথর
তারাও জানে আজ তোমার জন্মদিন।