গণতান্ত্রিক অধিকার কাকে বলে কে জানে? আমাদের এখন ঘিরে ধরেছে পুলিশিরাজ ও রাষ্ট্রীয় মস্তান একযোগে। পঞ্চায়েতি ভোটে আমরা কেমন আছি?

আমরা এখন
তমাল সাহা

১)হুজুর

রাত ভোরে, সকালে দুপুরে
সকালে দুপুরে ,রাত ভোরে
তুমি ঢুকে যেতে পারো
তুমি ঢুকে যেতে পারো আমাদের বাড়ি
তোমার হাতে আমাদের সবকিছু
পুলিশ-কালো গাড়ি

বেলায় অবেলায়, সময়ে অসময়ে
সময়ে অসময়ে, বেলা অবেলায়
তুমি ঢুকে যেতে পারো
তুমি ঢুকে যেতে পারো আমাদের পাড়ায়
অস্ত্র হাতে মাথায় ফেট্টি বাইক পতাকা ওড়ায়

পতাকা ওড়ে খুব জোরে
আরো লাল আমাদের খুনে
মারতে পারো তুমি আমাদের গুনে গুনে

এবেলা ওবেলা, দুবেলা
দুবেলা,এবেলা ওবেলা
ভয়ে কুঁকড়ে থাকি জুজুর
তুমি বললেই
আমরা ধরি কান, ওঠ বস করি

তুমি তো আমাদের হুজুর

২) বাহিনী

বাহিনী! বাহিনী! বাহিনী!
বাহিনী নিয়ে কেন এতো কহানি?
নিজেদেরই তো আছে গেস্টাপো বাহিনী
তবে কেন প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী!

আর তুমিই বলো আন্টি!
কেন্দ্রীয় বাহিনী এলে লাশ পড়বে না
এমন আছে কোনো গ্যারান্টি?