অবতক খবর,২৪ জুনঃ কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুল এই অঞ্চলের সবচেয়ে জনপরিচিত স্কুল। জেলাস্তরেও এই স্কুলের সুনাম রয়েছে। এই স্কুলের মিড ডে মিলের রান্নাঘরটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে রান্নাঘরটি। আজ মিড ডে মিলের খিচুড়ির কড়াই নামাতে গিয়ে হড়কে মাটিতে পড়ে যায়। এতে আহত হন একজন মহিলা রন্ধনকর্মী। তিনি বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আরো জানা গিয়েছে, এই স্কুলের মিড ডে মিলের পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন, তিনি একদিকে যেমন মিড ডে মিল পরিচালনার সঙ্গে যুক্ত, তিনি এই রান্নাঘরটিতে মিড ডে মিলের মালপত্র সরবরাহ করেন,তার জন্য নিশ্চিত তিনি এই পরিচালনা বাবদ অর্থ পান। জানা যাচ্ছে আবার এই একই ব্যক্তি স্কুলের করণিক। অর্থাৎ তিনি দুই দিক থেকই অর্থ উপার্জন করছেন। স্কুলের অনেকের অভিযোগ, তিনি মিড ডে মিলের তদারকিও করছেন আবার স্কুলের ক্লার্কের কাজও করছেন। একজন ব্যক্তির পক্ষে একই সময়ে দুটি কাজ করা অসম্ভব, ফলে কোনো কাজই মনোযোগ সহকারে করতে পারছেন না। অধিকন্তু বেকার সমস্যায় জীর্ণ এই রাজ্য।একজনের যখন একটি কাজ রয়েছে তখন আরেকটি কাজে আরেকজন বেকার যুবককে নিয়োগ করা যেত এবং তাকে অর্থ সহযোগিতা করা যেত। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি কাঁচরাপাড়ার পৌর প্রধান কমল অধিকারী। তিনি বিষয়টির দিকে নিশ্চিতভাবে নজর দেবেন বলে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা মনে করেন।