হে ধরিত্রী
তমাল সাহা

হে ধরিত্রী!
তমসাচ্ছন্ন এই মহাকালে তোমার শেষ জাতক অমৃতস্যপুত্রা
বৈতালিকেরা যখন মাঙ্গলিক কীর্তন গেয়ে যায়– জাগো পুরবাসী,জাগো!
সেই জবাকুসুমসঙ্কাশ সূর্যবেলায়
জানু পেতে বসে আছে
ঊষালোকের দিকে তার মুখ।

বিনম্র ধ্বনি তার কন্ঠে—
বিপন্নতা কেটে যাক
দূর হোক ধর্মীয় দৌরাত্ম্য
মানব শোষণ
মহামারীর বিধ্বংসী রূপ
নিরাময় হোক পৃথিবীর সমস্ত অসুখ।

হে ধরিত্রী!
দাও প্রাণ, নতুন সঞ্জীবনী সুধা
তোমার এই প্রাকৃতিক সৌন্দর্যরাশি—
অরণ্য সমুদ্র পাহাড়
মাথার উপর আকাশের বিস্তার
নাক্ষত্রিক জ্যোৎস্নার চন্দন
সূর্যালোকের প্রসার
বিস্তৃত হোক
মানব হৃদয়কে জানাক আমন্ত্রণ
করুক বিস্তীর্ণ উদার।