অবতক খবর, সংবাদদাতা , কলকাতা, ১ মার্চ :: কিছুদিন আগেই আঘাত পেয়ে হুইল চেয়ারে বসে প্রচার কর্মসূচী চালানোর ঘোষণা করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বঘোষণা অনুযায়ী বেশ কিছু জেলায় তাকে হুইল চেয়ারে বসেই প্রচার করতে দেখা যায়। এবার তার পাল্টা প্রচার হিসেবে হুইল চেয়ারে বসেই প্রতিবাদ মিছিল করল রাজ্য বিজেপি।

এদিন এক্সাইড মোড় থেকে হাজরা পর্যন্ত একটি পদযাত্রা আয়োজন করা হয় রাজ্য বিজেপির তরফ থেকে। যেখানে প্রতীকী প্রতিবাদ হিসেবে হুইল চেয়ারে বসে এই পদযাত্রার নেতৃত্ব দেন বিজেপির নেতা নেত্রীরা।

তাদের দাবি বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে এ পর্যন্ত 130 জনের বেশি বিজেপি কর্মী সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। তাদেরকে শ্রদ্ধা জানাতেই বিজেপির এই প্রতীকী প্রতিবাদ।