অবতক খবর, সংবাদদাতা , মালদা, ১৬ মার্চ :: মালদা জেলা সংশোধনাগারে এক বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বন্দিকে গতকালই আনা হয়েছিল নাম সুকুমার মন্ডল বয়স 40 থেকে 45 বছর।বামনগোলা থানা এলাকার বাসিন্দা। গত রাতেই সংশোধনাগারে পাঠানো হয় তাঁকে।

বন্দীর মৃত্যুর খবর পেয়ে ছুটে যায় সাংবাদিকরা ছুটে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে বডি নামানো হয় মালদা জেলা সদরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস জানান মৃতদেহ গামছা বাঁধা ছিল একসাথে ঝুলছিল মৃতদেহ কিন্তু পায়ের মধ্যে রক্ত ছিল। তিনি আরো জানান কি কারণে তার মৃত্যু সেটা পোষ্টমার্টাম আসা অবধি অপেক্ষা করতে হবে তবে রক্ত দেখা গেছে।

জেল কর্তৃপক্ষ এটাকে আত্মহত্যার ঘটনা বললেও বাড়ির লোক কিন্তু আত্মহত্যা মানতে নারাজ । সুকুমারের স্ত্রী জানান তার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসি দেওয়া হয়েছে তার স্বামী নিরপরাধ তার কোন দোষ ছিল না সেই অপরাধবোধ ও লজ্জায় সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।