ভারতীয় সাহিত্যের সবচেয়ে বড় মাপের ও মানের পুরস্কার ‘সাহিত্য একাডেমি পুরস্কার’। এই পুরস্কারটি অর্থাৎ সম্মানটি প্রত্যাখ্যান করলেন মারাঠি লেখক নন্দ খারে। তিনি তাঁর ‘উদয়া’ উপন্যাসের জন্য এই পুরস্কারের সম্মাননা অর্জন করেছিলেন। বর্তমান রাষ্ট্র ব্যবস্থার প্রতিবাদ জানিয়ে তিনি এই সম্মাননা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, ভারতীয় রাষ্ট্রে জরুরি অবস্থা ছিল কিন্তু বর্তমান সময়ে এক অঘোষিত জরুরি ব্যবস্থা চলছে তা সমাজ এবং সংস্কৃতিকে ভেঙে দিচ্ছে।

প্রত্যাখ্যান
তমাল সাহা

রাষ্ট্রীয় মোহর খুব দামি
সঙ্গে স্মারক সম্মান।
তুমি যে ভালো লেখক সুমহান
রাষ্ট্র তোমাকে কিনে নেবে
তুমি তো তেমন নও,
বাজারি সওদা হয়ে যাবে!

চেতাবনি এতো আছে কার!
কজন রাষ্ট্রীয় সন্ত্রাসকে
নীরবে রক্তচক্ষু দেখাতে পারে?
সাহিত্য একাডেমি পুরস্কার
উপেক্ষা করলেন
প্রখ্যাত মারাঠি লেখক নন্দ খারে।

সোজাসুজি তিনি বলেন–
এই রাষ্ট্র ভয়ানক বিপজ্জনক
ভেঙে দিচ্ছে সমাজ ও সংস্কৃতি।
আমি বিক্রয়যোগ্য নই
অসহ্য এই দেশজ বিকৃতি।
পুরস্কারে কি হবে আমার
তা ধুয়ে কি জল খাবো!
আমার বড় সম্মান জনস্বীকৃতি।