অবতক খবর,১ মার্চঃ হিম ঘরে আলু রাখা নিয়ে প্রশাসনিক বৈঠক।

বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সি, চন্দনা সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কৃষকরা।

আগামী কয়েকদিনের মধ্যে সরকারি হিমঘরে আলু রাখার জন্য কৃষকদের বন্ড দেওয়া হবে। সরকারি নির্দেশ মেনে কৃষকরা উৎপাদিত আলু রাখবেন হিমঘরে। আলোচনার মাধ্যমে ধার্য করা হয় কৃষক কিছু আলুর পরিমাণ।

হিমঘর নিয়ে কৃষকরা যাতে কোনো সমস্যায় না পারেন তার জন্য এদিন প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় জেলা প্রশাসনিক ভবনে। জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। চাষীদের যাতে কোন সমস্যা না হয় তার জন্য বিভিন্ন বিষয় আলোচনা করা হয় বৈঠকের।