নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    কয়েকদিন ধরেই বেলিয়াতোড় জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকায় ২৪ থেকে ২৬ টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা এর পাশাপাশি রাতের অন্ধকারে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে দেয় হাতির দলটি স্বাভাবিকভাবে আতঙ্ক গ্রাস করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আর সে কারনেই আজ বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জ অফিসে বিজেপি হাতির হানা রুখতে ডেপুটেশন দেওয়া হয় ।

মন্ডল এর সভাপতি অধীর আইচ বলেন, আমরা ৭ দফা দাবি জানিয়ে বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জ অফিসে ডেপুটেশন দিলাম অবিলম্বে বনদপ্তর এর এই ব্যবস্থা করতে হবে।

বেলিয়াতোড় রেঞ্জার দেবদাস চ্যাটার্জী জানিয়েছেন , বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো এবং সেই মতই ব্যবস্থা গ্রহন করা হবে । তবে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী তারা সেই ক্ষতিপূরণ পেয়ে যাবেন ।

মন্ডল ২ এর সভাপতি অধীর আইচ ,জেলা কমিটির সদস্য সঞ্জয় পাল , চঞ্চল সিনহা ,প্রশান্ত কর সহ অন্যান্য বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন ।