মুজিবুর রহমান বাঙালির একটি আবেগ।১৫ আগস্ট ছিল তার মৃত্যুদিন। বাংলাদেশের জাতীয় শোকদিবস।

হনন
তমাল সাহা

শোকে মাথা অবনত হয়
চোখে থাকে অশ্রুবাষ্প

বিষাদে থাকে অনুভব ও নীরবতা
শোকের মতো
সহজ-সরল কবিতা আর হয়না।

মুজিবর যুদ্ধ করেছিলেন
তাতে মিশে আছে
গাঙ্গেয় জলস্রোতের আবেগ
মাথার ওপরে বিমান, সতর্ক সাইরেন বাজে
আমরা তখন সীমান্ত পেরিয়ে ওপারে
কোথায় এপার-ওপার!
দুই পার তখন একাকার….

তার তো মৃত্যু হয় নি
তাকে হত্যা করা হয়েছে
গুলিতে ঝাঁঝরা রক্তাক্ত দেহ তার
পড়েছিল সিঁড়ির উপর।

এ নিয়ে চিত্রকল্প উপমায় কোনো কবিতা হবে কিনা জানি না
মৃত্যুকে উপেক্ষা করে
মাথার উপর দিয়ে চলে যাবে জটিল শব্দের সমাহার!

মুজিবের মৃত্যুর কথা বললেই ভেসে ওঠে
গুলির শব্দ রক্তের স্রোত নিথর লাশ
সবুজ মানচিত্রের বুকে রক্তিম সূর্য আঁকা একটি পতাকা

আর নিরবধি বাংলা বর্ণমালা….