অবতক খবর,৬ ডিসেম্বর:  19 দফা দাবি নিয়ে আশা কর্মীদের পক্ষ থেকে বি এম ও এইচ এর কাছে স্মারকলিপি জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে চোপড়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখায় চোপড়ার শতাধিক আশা কর্মীরা। আশা কর্মীদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা শান্তি শৃঙ্খলা ভাবে 19 দফা দাবি নিয়ে বি এম ও এইচ সাহেবকে স্মারকলিপি প্রদান করতে গেলে বি এম ও এইচ দপ্তরে অনুপস্থিত ছিলেন।

চোপড়া ব্লক দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মৃত্যুঞ্জয় ঝা কে আমরা স্মারকলিপিটি জমা দিই তিনি প্রথমে এই স্মারকলিপিতে সিল সই করে জমা নেয়, হঠাৎই তিনি তার সিল সই করা স্বাক্ষর কেটে দিয়ে আমাদের সেই স্মারকলিপি ঘুরিয়ে দিয়ে বলেন আমি এই স্মারকলিপি গ্রহণ করতে পারবোনা। তখনই আশা কর্মীরা একত্রিত হয়ে বি এম ও এইচ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে, খবর পেয়ে সংবাদমাধ্যম সেখানে পৌঁছায়। স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি সংবাদ মাধ্যম কর্মীদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে, তারপর শতাধিক আশা কর্মী বিক্ষোভ মিছিল করে চোপড়া ভিডিও অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন, তারা জানান আমাদের এই দাবি পূর্ণ না হলে আমরা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবো।