অবতক খবর,৬ মে: তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম। সুজালী অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আব্দুল হককে গ্রেফতারের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী প্রধানের বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে আব্দুল হকের এক অনুগামী ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান নূরি বেগমের দাবি দলের নেতারা তার এবং স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

উল্লেখ্য, লোকসভা ভোটের পরও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে। ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের সঙ্গে বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের মধ্যে বিবাদ চরমে পৌছেছে। অভিযোগ, আব্দুল হকের অঞ্চল সভাপতির পদ হারানোর পর গ্রামবাসিদের নিজের কব্জায় আনতে কারনে অকারনে গ্রামবাসিদের উপর হামলা চালাচ্ছে আব্দুলের অনুগামীরা। আব্দুলের অনুগামীদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে গ্রামবাসিরা। পুলিশের কাছে অভিযোগ করেও পুলিশ তেমন কোন সদর্থক ভূমিকা পালন করছে না। রবিবার রাত্রিতে আব্দুলের ভাই সহ বেশ কিছু লোকজন ধূলিগাঁও এলাকার এক বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। গ্রামবাসিরা বাধা দিতে এলে দুই রাউন্ড শূণ্য গুলি চালায় বলে অভিযোগ। আতঙ্কে মানুষজন বাড়ি ছেড়ে পালিয়ে গেলে সেই বাড়িতে আগুন ধরিয়ে দেবার অভিযোগ ওঠেছে। এলাকায় শান্তি ফেরাতে আব্দুল হককে গ্রেফতারের দাবিতে গ্রামবাসিরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী অভিযুক্ত আব্দুল হকের বাড়িতে তল্লাশী চালায়। বাড়ির ভেতর আব্দুলের এক আত্মীয়কে গ্রেফতার করে। পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে গ্রামবাসিরা বিক্ষোভ তুলে নেয়। পরিকল্পিত ভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন আব্দুলের স্ত্রী তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত প্রধান নূরি বেগম। তার দাবি তারা দলবিরোধী কোন কাজ করছেন।দলের নেতারা তাকে কোন কিছু বলছেন না। কিন্তু দলের কিছু লোক এলাকায় সমস্যা তৈরী করছে। রবিবার আগুন লাগানো এবং গুলি চালানোর ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন। পুলিশ তার বাড়িতে এক আত্মীয়কে তুলে নিয়ে গেছে।

বাইট…..আব্দুল সাত্তার….অঞ্চল সভাপতি
নূরি নেগম… প্রধান
মহম্মদ আলম…গ্রামবাসি
বল্ট….গ্রামবাসি