অবতক খবর,৬ ডিসেম্বর: ১৯৯২ সালের ৬ ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করেছিল বিজেপি নামক সাম্প্রদায়িক একটি দল। এর ফলে সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি সংহতি এবং ঐক্যতা নষ্ট হয়। তাই এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় CPI-M। তারই অঙ্গ হিসেবে সোমবার বিকেলে CPI-M এর চোপড়া ১ নং এরিয়া কমিটির ডাকে একটি মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন চোপড়া সিপিআইএমের পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে তিস্তা মোড় দিয়ে থানার সামনে দিয়ে বাস স্ট্যান্ড হয়ে পুনরায় পার্টি অফিসে জমায়েত হয় এবং সেখানে একটি পথ সভার আয়োজন করা হয়। সিপিআইএম নেতা আনোয়ারুল হক বলেন 1992 সালের 6 ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে ভারতবর্ষের জাতীয় সংহতি সম্প্রীতি নষ্ট করে বিজেপি নামক সাম্প্রদায়িক একটি দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঙ্গা বাঁধে এবং প্রচুর লোকের মৃত্যু হয়। সেজন্যই সিপিআইএমের রাজ্য এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনটিকে কালা দিবস হিসেবে পালন করা হয়।