বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ। ৪ ডিসেম্বর,’২১ শনিবার জঙ্গি দমনের নামে রাষ্ট্রীয় জওয়ানের হাতে খুন হল ১৫ জন খেটে খাওয়া মানুষ, সাধু ভাষায় যাকে বলে শ্রমজীবী মেহনতি মানুষ। আমরা বেহায়া নির্লজ্জ চুপ, দেখে যাওয়াই আমাদের কাজ।
চলছে চলুক তানাশাহি রাজ!

অ্যাম্বুশ
তমাল সাহা

গণতান্ত্রিক রাষ্ট্র
দেখো কী নিদারুণ ভালো!
কত সহজেই বন্দুক গর্জালো।

কত দক্ষ আমাদের গোয়েন্দাগিরি
জঙ্গি মারতে গিয়ে মানুষ মারি।

চেনেনা কারা জঙ্গি, কারা শ্রমজীবী
মানুষ যে কত নিরুপায় অসহায়
কোথায় যাবে কি করবে এই শুধু ভাবি।

মানুষ মরে মরুক
দেশ বেচছে বেচুক
রাষ্ট্র যা ইচ্ছে করুক।
চোখ আছে শুধু দেখে যাও রাষ্ট্রের রূপ
মুখ আছে থাকো নিশ্চুপ!

হাত আছে তবুও তুমি হাত কাটা জগন্নাথ!
তোমার দিন ফিরবে না আর
ফিরবে না বরাত
কাটবে না অন্ধকার রাত!

তোর ছিল কত দুঃখ কত আফসোস
দেখিস নি হিটলারের কুম্বিং অপারেশন অ্যামবুশ
এইবার এই উপমহাদেশে কর চাক্ষুষ।

কি করে হাঁটবি রাস্তায়?
পথ গিয়েছে খাদান-মজুরের রক্তে ভেসে।
এতো কান্না এতো হাহুতাশ
ধরে কি রাখতে পারে বাতাস!