অবতক খবর,১৩ ডিসেম্বর: গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণে এই মাটি ছেড়ে চলে গেলেন এক সময়ের দাপুটে সিপিএম হকার্স নেতা সত্য ঘোষ। সত্য ঘোষকে দেখেননি বা তাকে চেনেন না কাঁচরাপাড়ার জনপদে এমন কোন মানুষ নেই। কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে তাঁর সদর্প চলাফেরা এবং হকার্সদের জীবন জীবিকার আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর শরীরে একটি দাপুটে চেহারা ছিল নিশ্চিতভাবে একথা বলা যায়।

তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার শরীরে ডায়াবেটিস এবং অন্যান্য উপসর্গ ছিল। তিনি শয্যাশায়ী ছিলেন।

একসময়ে তিনি এই অঞ্চলের অর্থাৎ কাঁচরাপাড়া শহরের সিপিএম সম্পাদক বৃন্দাবন দাসের অত্যন্ত অনুরক্ত ছিলেন। বর্তমানে সিপিএমের রাজনৈতিক পরিস্থিতিতেও তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের বিরাম নেই এবং অঞ্চলে সম্মেলন চলছে নতুন কমিটি গঠনের। এইরকম একটা পরিস্থিতিতে তিনি চলে গেলেন। কাঁচরাপাড়ার সিপিএমের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা ববি গোষ্ঠী এবং শম্ভু গোষ্ঠীর‌ দ্বন্দ্ব বলে পরিচিত। সূত্রে জানা যায়, তিনি শম্ভু গোষ্ঠীর প্রতি অনুরক্ত ছিলেন।