অবতক খবর,১৯ সেপ্টেম্বরঃ এক টিকিটেই বাজিমাত। পেয়ে গেলেন এক কোটি টাকা। ভাবতে পারেন সামান্য সেলুনের দোকান থেকে হয়ে গেলেন কোটিপতি। একটি টিকিটের ষ্টল থেকে 60 টাকার লটারির টিকিট কাটেন মুর্শিদাবাদের ডোমকলের পার রঘুনাথপুর মালিপাড়ার রবিউল সেখ। টিকিট কাটতেন বহুদিন থেকে। ঠিকমতো মিলিয়ে দেখতেন কিন্তু ভাগ্যের চাকা খুলতো না। হতাশা হয়ে পড়লেও টিকিট কাটার নেশা থাকতো তার। সেলুনের দোকানে কিছু রোজগার হবার পর সাইকেলে ছুটতো টিকিট কাটতে। পরিবারে অশান্তি লাগলেও তবুও টিকিট কাটা ছাড়েননি। হঠাৎ টিকিট কিনে তার সেলুনের দোকানে ছিলেন। টিকিট মেলাতে গিয়েই বাজিমাত। একেবারে প্রথম পুরুষ্কার এক কোটি টাকা তার টিকিটে।

পরিবারের সদস্যরা জানান, খুবিই দরিদ্র পরিবারে বসবাস। সামান্য সেলুনের দোকান থেকেই পরিবার সামলানো ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। এই টিকিট কাটা নিয়ে পরিবারে অশান্তিও ছিল। এখন টিকিটে জিতে খুবিই খুশি হয়েছেন।

স্থানীয়রা জানান, টিকিট কাটা তার নেশা ছিল। বাড়িতেই সেলুনের দোকান। সেখান থেকে কিছু টাকা ইনকাম হলেই ছুটতো টিকিট কাটতে। তবে এখন অঞ্চলের কোটিপতি সে।