অবতক খবর,১৯ সেপ্টেম্বর,নববারাকপুর :আনন্দময় দিব্যপুরুষ শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী প্রতিষ্ঠিত বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের বিশ্বমাতা মন্দিরে এলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন৷সোমবার বিকেলে গনেশ পুজোর উদ্বোধন করেন নাগাল্যান্ডের রাজ্যপাল মহামহিম লা গনেশনজি ।বিপুল জনপ্লাবনে অভ্যর্থনায় ভেসে যান তিনি৷ শ্রীসমীরেশ্বর হস্তশিল্পের প্রদর্শনাশালা ঘুরে দেখেছেন৷ এরপর নবনির্মিত বিশ্বমাতা মন্দিরে গণেশপূজার উদ্বোধন করেন৷ তারপর শ্রীসমীরেশ্বরের আরাধ্যাদেবী বিশ্বমাতা দক্ষিণাকালীর আরতি করেন৷ সভামঞ্চে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর নিজের হাতে আঁকা রাজ্যপালের তৈলচিত্র তার হাতে উপহারস্বরূপ তুলে দেন৷ রাজ্যপাল তাঁর ভাষণে বলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই আমার এখানে গুরুজীর সাথে দেখা করতে আসার কথা ছিল কিন্তু তখন শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি৷ আজ এলাম৷ রাজ্যপাল তাঁর বক্তবে শ্রীসমীরেশ্বরের মানবসেবা ধর্মের কথা এবং বিভিন্ন সামাজিক সেবার কথা উল্লেখ করেন৷ গুরুজীর শিল্পকীর্তির প্রসংসা করেন৷মঞ্চে উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি ধনপতরাম আগরওয়াল প্রমুখ।

নিজের হাতে নাগাল্যান্ডের রাজ্যপালে লা গণেশনের তৈলচিত্র এঁকে রাজ্যপালকেই উপহার দিলেন শ্রীসমীরেশ্বর ৷