অবতক খবর: উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। মঙ্গলবার বিকেলেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে তা সন্ধে নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ ১৪টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে দুর্যোগের ঘনঘটা। রাতে সাগরে ডুবল ট্রলার। কোনওক্রমে রক্ষা পান ১৭ জন মৎস্যজীবী। পাঁচদিন আগে পাথরপ্রতিমার সীতারামপুর থেকে এফবি প্রসেনজিৎ ট্রলারে চেপে গভীর সমুদ্রে ইলিশ ধরতে যান ওই মৎস্যজীবীরা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা পেয়ে গতকাল গভীর রাতে ফেরার সময়, সীতারামপুর থেকে আরও ২৫ কিলোমিটার ভিতরে সাগরে ট্রলারডুবি হয়।


পাশেই আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত মৎস্যজীবীদের উদ্ধার করেন। তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আনা হয়। অন্যদিকে, বঙ্গোপসাগরে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরে হাজার হাজার ট্রলার ফিরতে শুরু করেছে। ইলিশ ধরার মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।