অবতক খবর, বিধাননগর: বেআইনিভাবে সাই টু করুনাময়ী ও বিকাশভবন রূটে অটো ঢুকিয়ে দেওয়ার প্রতিবাদে বাইপাসের ধারে বিল্ডিং মোড়ে অবরোধ করল অটো চালকরা। অভিযোগ স্থানীয় কাউন্সিলর মিনু চক্রবর্তী তেরোটি বেআইনি অটো এই দুটির মধ্যে  জোর করে ঢুকিয়ে দিয়েছেন। বেআইনি অটোগুলির কোন রুট পারমিট নেই এমনটাই অভিযোগ অটোচালকদের।

ঘটনায় এই রুটের এক অটো মালিক বিশ্বনাথ দে জানিয়েছেন, ‘ইটা দীর্ঘদিনের সমস্যা। বারাসাত থেকে ভুয়ো পারমিট দিয়ে এই রুটে ঢোকানোর চেষ্টা চলছে। এর সঙ্গে জড়িত স্থানীয় কাউন্সিলর মিনু চক্রবর্তী । এর আগে পুলিশের হস্তক্ষেপে ১৩ টি গাড়ি ঢোকানো হয়েছে। ‘

 

ওই অটো মালিক ও জানিয়েছেন, ‘ ১১ টি নতুন গাড়িকে বিনা কাগজপত্র ছাড়াই ঢোকানোর প্রস্তুতি চলছে। এর পিছনে অজুহাত দেওয়া হচ্ছে নেতৃত্বের নির্দেশ রয়েছে। আর কোন উপায় না দেখে আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধে নেমেছি।’ আচমকা অটো পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের রাস্তা অবরোধের ফলে নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। আর এই অবরোধের জেরে ফের একবার সল্টলেকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে চলে এসেছে।