অবতক খবর,১০ এপ্রিলঃ সরকারিভাবে নানা পদক্ষেপ নেওয়া হলেও মাদক পাচার বন্ধ করা যায়নি। প্রায়সই কলকাতা বিমানবন্দর বা হাওড়া স্টেশনে মাদক ধরা পড়ার ঘটনা ঘটছে। এমনকি মাদক পাচারের নতুন নতুন পন্থা বার করছে পাচারকারীরা।রেল স্টেশন বা বিমানবন্দরে নিরাপত্তার কড়াকড়ি থাকায় মাদক পাচারের মাধ্যম হিসেবে কুরিয়ার কেই বেছে নিচ্ছে পাচারকারীরা।

পরিসংখ্যান বলছে ২০২২ সালে প্রায় ৭৮ টির মত মাদক পাচারের ঘটনা ঘটে কুরিয়ারের মাধ্যমে। কলকাতায় এনসিবির নির্দেশক রাকেশ চন্দ্র শুক্লা বলেন, কুরিয়ারের মাধ্যমে মাদক পাচার বন্ধ করতেও তারা কুরিয়ার সংস্থার সঙ্গে যৌথভাবে পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে মানুষকে আরো সচেতন হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।