অবতক খবর,১০ এপ্রিলঃ ইঁট শিল্প বিপর্যস্ত। কয়লার দাম আকাশ ছোঁয়া। আবার মাটি কাটার ক্ষেত্রে সরকারি অনুমতি থাকা সত্ত্বেও হয়রানির স্বীকার হতে হচ্ছে তাদের। বৈধ কাগজ থাকা সত্ত্বেও তাদের বিপর্যস্ত হতে।হচ্ছে। অন‍্যদিকে অবৈধ ভাবে মাটি কাটা চলছে অব‍্যাহত। ইঁট শিল্পের উপর নির্ভর করে বহু পেট চলে আজ তারাও পর্যুদস্ত। সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ ফিটের নীচে মাটি কাটা চলবে তা মেনেও চলেও ভাটা মালিকরা।

দিনের বেলা জনজীবনের অসুবিধার জন‍্য রাতে কষ্ট করে কাটেন মাটি। তা সত্ত্বেও সমস‍্যার শেষ নেই। যে কারনেই কোনঠাসা ইঁটশিশ্প। শুধু যে এই এলাকায় তা নয় সর্বত্রই একই ব‍্যাপার।

তবে কী ইঁট শিল্পের মতো পুরোনো পেশা হারিয়ে যেতে বসেছে। প্রশ্ন মাননীয়ার কাছে একাংশের