সময়ের লিখন
তমাল সাহা

১) বেনজির

পৃথিবীতে
কেউ কোনোদিন দেখাতে পারবে না
পাখিদের মধ্যে বা
পশুদের মধ্যে দাঙ্গা হয়েছে।
ফলত তাদের কোনো অস্ত্রাগার নেই
এবং হাসপাতালেরও দরকার নেই।

এটা কি প্রমাণ করে?
পশুপাখির চেয়ে আমরা নির্বোধ!

২) জাতীয় সংগীত

পাখিদের কোনো জাতীয় সঙ্গীত নেই।
তারা কাঁটাতার উপেক্ষা ক’রে
একটি সংগীত গাইতে গাইতে
পৃথিবীর এপার থেকে ওপার
উড়ে চলে যায়…

৩) উপেক্ষা

মানুষের অপ-কান্ডকারখানা দেখে
পশুপাখিরা আসলে মানুষকে ঘৃণা করে।
তাই গাছের নিচে বসে থাকলে বা রাস্তা দিয়ে হেঁটে গেলে
পাখিরা বিষ্ঠা ত্যাগ করে
তা মানুষের মাথার উপর এসে পড়ে।

পশুদের নিজেদের কোনো ধর্ম নেই
তারা মানুষের মন্দির-মসজিদও মানে না।

অনেক কুকুরকে দেখেছি রীতিমতো ঠ্যাং উঁচু করে মন্দির মসজিদের দোরগোড়ায় প্রক্ষালন করে গেছে।

মূত্রে ভেসে যায় প্রবেশদ্বার…