নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : জলপাইগুড়ি :     সচেতনতায় নেই বালাই,মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস। করোনা সচেতনতায় ভোটারদের ভোট কেন্দ্রে ঢোকার মুখে দেওয়া হচ্ছে মাস্ক, প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস। আর সেই প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভোট কেন্দ্রের সম্মুখে। এমনি চিত্র দেখা গেল ধূপগুড়ি হাইস্কুল প্রাঙ্গনে।

শনিবার রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফায় নির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে করোনা সংক্রমণে রুখতে সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট কেন্দ্রে ঢোকার মুখে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। তারপর ভোটার দের হাতে মাস্ক ও প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস। ভোট দেওয়ার পর সেই প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভোট কেন্দ্রের সম্মুখে।