অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ চলতি মাসের কয়েকদিন আগেই জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর কাউগাছি এলাকার ইএসআই মাঠে পঞ্চায়েতি সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্য সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা। এমনকি পঞ্চায়েতে রাজ্যে শাসক দলকে হারানোর ব্যাপারেও অঙ্গীকারবদ্ধ হন তিনি। আজ তারই পাল্টা সভা করলো ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব।

শুভেন্দু অধিকারী সভা করে যাওয়ার পরেই সেই একই মাঠেই আজ পাল্টা তৃণমূলের সভায় উপস্থিত হয়েছিলেন সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায়, ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং, রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ ও অন্যান্য নেতারা। বিজেপির পাল্টা সভার মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের বিরোধী দলকে একযোগে নিশানা পড়েন সাংসদ-বিধায়করা। কাউগাছি এলাকায় তৃণমূলের এই সভায় আমজনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।