অবতক খবর, শিলিগুড়িঃ শিলিগুড়ির ডনবসকো ষ্কুলের কাছে পানীয় জলের পাইপ ফেটে জল গড়াচ্ছে গত ৫ দিন ধরে। ঘটনা ঘিরে প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রছাত্রীরা ।তাদের অভিযোগ, জল বের হয়ে তাদের ষ্কুল চত্বরে প্রবেশ করছে, এর ফলে তাদের ষ্কুলে ঢুকতে এবং বের হতে প্রচণ্ড অসুবিধার সৃষ্টি হচ্ছে । ছাত্রছাত্রীরা এও জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে জমা জল পড়ে থাকায় রাস্তাঘাট পিছল হয়ে পড়ছে, যে কারনে যেকোনো সময় বড়সড় দুঘটনা ঘটে যেতে পারে ।এইব্যাপারে ষ্কুলের সাথে যোগাযোগ করা হলে তারা জানান একে ড্যাম্পিং গ্রাউন্ডের সমস্যা তার উপরে জমাজলে নিত্যদিনের আসুবিধা, বিশেষ করে ছাত্রছাত্রীরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন ।এই ব্যাপারে পুরনিগমের সাথে যোগাযোগ করা হলে জানানো হয়, তারা চিঠি পেয়েছেন এবং শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলে জানান তারা। তবে নির্বাচনের আগে সাবধানে পা ফেলতে চাইছেন সব দল।