শব্দের কাফন
তমাল সাহা

১) গর্ব

মরেছে বেশি আমাদের দলের লোক
তাই আমাদের বেশি শোক।
তোদের লোক মরেছে কম
তাই স্বাভাবিক তোদের শোক কম।

এত লাশ দেখার কার আছে দম?

আমাদের শোক বেশি
এটা আমাদের হিম্মত অহংকার।
নেতা খায়নি গুলি, নেতা বেঁচে আছে
এটা বিশাল গর্ব তার!

২) পলিথিন শিট

পরিবেশবিদরা কী জানে
পলিথিনের গুরুত্ব কোথায়?
পলিথিন হটাও, মানুষ বাঁচাও—
স্লোগান তুলেই শেষ তাদের দায়!

গরিবের চালা ছাইতে পলিথিন লাগে
পচা-গলা লাশ পলিথিন শিট পেতে শোয়াতে হয়।

লাশের উপর নির্ভর করে
ভোটে জয় পরাজয়!

৩) মোমবাতি

কাল যে
মৃত্যুমিছিলে ছিল, ছিল জনঘাতী
আজ সে
শোকমিছিলে, হাতে মোমবাতি!

৪) দীর্ঘশ্বাস

নির্বাচন শেষ।
তবুও আমি বুথে বুথে ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই
ঝোপে ঝাড়ে নয়ানজুলিতে কোনো দেহ পড়ে আছে কিনা অবশেষ!

রোজ রাতে গাঢ় অন্ধকার নেমে এলে
চোখের সামনে এসে দাঁড়ায় বাহান্নটি লাশ।
‘বুঝতে পারি তুমি কষ্ট পাচ্ছ খুব’, এই বলে
তারা আমার ঘাড়ের উপর ফেলে দীর্ঘশ্বাস!