অবতক খবর: কলকাতা লিগে রেনবো এসির বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি ইস্টবেঙ্গল। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা পুলিশকে ৪-২ গোলে হারাল লাল হলুদ ফুটবলারেরা।

১৭ মিনিটে গুনন্দ সিং, ২৫ সার্থক গোলুই, ৭০ মিনিটে পেনাল্টি থেকে দীপ সাহা, অভিষেক ৭৪ মিনিটে গোল করে। পুলিশের হয়ে সুব্রত ৩২ এবং ৪৮ মিনিটে রাজীব গোলদাতা।৩২ মিনিটে পেনাল্টি পেয়ে যায়, পুলিশ টিম। রতন মান্ডিকে বক্সের মধ্যে বাধা দেওয়ায় পেনাল্টি পায় পুলিশ। গোল করেন সুব্রত বিশ্বাস। ৭০ মিনিটে পেনাল্টি থেকে লাল হলুদ শিবিরকে এগিয়ে দেন দীপ সাহা। তাঁর ডান পায়ে নেওয়া শট জালে জড়িয়ে যায়।

১৭ মিনিটে প্রথম গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। কুশ ছেত্রীর পা থেকেই শুরু হয় আক্রমণ। রাইটব্যাক গুলন্দ সিং শট নেন। সেই শট পশ্চিমবঙ্গ পুলিশের তপেন্দুর গায়ে লেগে গোলে ঢুকে যায়। ২০ মিনিটে ২ গোলে এগিয়ে যেতে পারত লাল-হলুদ। সার্থকের পাস দেওয়া বল ধরে লিজো বাঁদিক থেকে উঠে আসেন। শট নিলেও সেখান থেকে গোল হয়নি।

২৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে গুনন্দ সিংকে ফাউল করে বসেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিফেন্ডার। ২৫ মিনিটে সার্থক গলুই স্পটকিক থেকে গোল করেন। তবে প্রথম চেষ্টায় বল জালে ঢোকাতে পারেননি তিনি। প্রথম শট তানভীর বাঁচালেও দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন সার্থক। যদিও ৩১ মিনিটে পেনাল্টি পেয়ে যায়, পুলিশের দল। রতন মান্ডিকে বক্সের মধ্যে বাধা দেওয়ায় পেনাল্টি পায় পুলিশ। গোল করেন সুব্রত বিশ্বাস।

৪৬ মিনিটে রাজীব দত্তের গোলে সমতা ফেরায় পুলিশ। রতন মান্ডির ফ্রিকিক পোস্টে লাগে ফিরে আসার মুখেই রাজীব হেডে গোল করে যান। তবে ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন দীপ সাহা। তাঁর ডান পায়ে নেওয়া শট জালে জড়িয়ে যায়। ৭৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান পরিবর্ত হিসেবে নামা অভিষেক কুঞ্জুম। পুলিশের সুব্রত বিশ্বাস বল দিতে গিয়েছিলেন গোলরক্ষককে। বলটা দারুণভাবে ফলো করছিলেন অভিষেক। বল ধরে ডান পায়ের টোকায় বল জালে জড়ান তিনি। নৈহাটি স্টেডয়ামে ৪-২ গোলে এগিয়ে যায় লাল-হলুদ।