আজ আন্তর্জাতিক ভাষা দিবস। রক্তের আখরে বাংলাভাষার জন্মদিন।
আজ একুশে ফেব্রুয়ারি। কমিউনিস্ট ম্যানিফেস্টোরও জন্মদিন।

লাল ইশতেহারের জন্মদিন
তমাল সাহা

লাল ইশতেহার জানালো,
মেহনতির পক্ষে দাঁড়ানো খুবই জরুরি।
তার জন্মদিন ছিল একুশে ফেব্রুয়ারি!

শিখে নিয়েছি শব্দগুলি
শিখিয়েছে হাতে ধরে লাল ইশতেহার।
সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ—
কিভাবে আসে সমাজতন্ত্র, সাম্যবাদের অভিমুখে তার বিস্তার।

বুর্জোয়া প্রলেতারিয়েত কাকে বলে
কাকে বলে শ্রেণীশোষণ শ্রেণী সংগ্রাম
কিভাবে পুঁজিবাদকে করতে হয় সংহার
সবকিছু শিখিয়েছে লাল ইশতেহার।
আরো বলেছে, শৃঙ্খল ছাড়া হারানোর কিছুই নেই সর্বহারার।

কারা লিখবে কারা লেখে কারা লিখে যায়
দুনিয়ার মজদুর এক হও
বড় বড় হরফে অত সুন্দর করে দেয়ালে।
কারা আনবে লাল টুকটুকে ভোর রাত পোহালে।

মেহনতিদের দেশ কাল গণ্ডি নেই
নেই কোনো সীমা পরিসীমা।
দখলে তাদের দুনিয়ার সব জমিজমা।

মেহনতিরাই একটা জাতি!
পড়ে দেখো ইশতেহার কবেই লিখে গেছেন
মার্ক্স-এঙ্গেলস মহামতি!