অবতক খবর,২১ ফেব্রুয়ারি: মথুরাপুর ২ নং ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়েছে। আসলে ড্রোন দিয়ে এতদিন কৃষিকাজে কীটনাশক ব্যবহার করার হচ্ছিল।এই কাজ হাতে কলমে এলাকায় প্রয়োগ করতে সেখানে এসেছিলেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায়। এই পরীক্ষা করার পর তারা খুবই খুশি। সেসময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লকের ব্লক কৃষি আধিকারিক সহ একাধিক আধিকারিকগণ।

এই ড্রোন ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১২ মিনিটের মধ্যে কাজ করতে পারবে। দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্থ এলাকা চিহ্নিত করতে পারবে। ফলে লাভবান হবে সকলেই। আগামী দিনে এই প্রযুক্তি আরও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।