রাজীব মুখার্জী :: অবতক খবর : হাওড়া ::   লাদাখে চীনা সৈন্যদের হামলায় ২০ জন ভারতীয় সেনা শহিদ হওয়ার ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছেন। চীন বিরোধী একাধিক জায়গায় বিক্ষোভ, প্রতিবাদে উত্তপ্ত দেশের একাধিক জায়গা। সেই আঁচ ইতিমধ্যেই এসে পড়েছে শহর কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে।

 

এবার সরাসরি চীনের পতাকা মাড়িয়ে এবং তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন হাওড়ার বাঁকড়া এলাকায় নাগরিকদের তরফ থেকে। চীনের হামলার ঘটনার প্রতিবাদে তারা মোমবাতি মিছিল করে বিক্ষোভ দেখায় । এই বিক্ষোভে চীন বিরোধী স্লোগানের পাশাপাশি চীন ও চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়। পাশাপাশি চায়না মোবাইল আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

এলাকার নাগরিক নৈরাজ মোল্লা জানান দেশে যে পথ দিয়ে চীনা পণ্য প্রবেশ করে। সেই রাস্তা কেন্দ্রীয় সরকার অবিলম্বে বন্ধ করুক। এই ক্ষমতা তাদের হাতেই আছে। তিনি আরো দাবি করেন চীনারা আমাদের দেশে তাদের পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করে। সেই অর্থ দিয়েই তৈরি হয় অস্ত্রশস্ত্র। সেই অস্ত্র দিয়েই তারা আমাদের দেশের সীমান্ত দখল করতে আমাদের সেনা জওয়ানদের হত্যা করে। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।