অবতাক খবর, সংবাদদাতা :: আজ রাজ্যসভার আঠারোটি সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন 18 ই মার্চ হবার কথা ছিল কিন্তু দুদিন আগে নির্বাচন কমিশন করোনা ভাইরাসের আতঙ্ক জন্য এই নির্বাচন বাতিল করে দেন। অবশেষে সেই নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে যদিও বিরোধীদের বক্তব্য বিজেপি ইচ্ছাকৃতভাবে এই নির্বাচন বাতিল করে দিয়েছিল যাতে কেনাবেচা করতে সুবিধা হয়।

উল্লেখ্য এই বছর 245 জন সাংসদের মধ্যে রাজ্যসভার 73 টি সিটের নির্বাচন প্রস্তাব ছিল তার থেকে 55 টা সিটি নির্বাচন 26 শে মার্চ হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে 37 টি সিটের জন্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। 37 টির মধ্যে পাঁচটি পশ্চিমবঙ্গের সিট ছিল। এই পাঁচটি মধ্যে চারটিতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে আর একটি জাতীয় কংগ্রেসের সহযোগিতায় সিপিএম প্রার্থী প্রাক্তন কোলকাতা মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য কে রাজ্যসভায় সদস্য করেছে।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী,অর্পিতা ঘোষ ও মৌসম নূর কে তৃণমূল রাজ্যসভার জন্য মনোনীত করে তারা চারজন নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

আজ যে আঠারোটি সিটে নির্বাচন হচ্ছে তাতে গুজরাট ও অন্ধ্রপ্রদেশে চারটি করে, মধ্যপ্রদেশ রাজস্থানে তিনটি করে ঝাড়খন্ডে দু’টি এবং মনিপুর ও মেঘালয় একটি করে সিট রয়েছে। ক্রস ভোটিং না হলে, মোট 18 টি সিটের মধ্যে একাই 8টি পেতে চলেছে বিজেপি বলে মনে করা হচ্ছে । চারটি তে কংগ্রেসের জয় সুনিশ্চিত ধরা হয়েছে। এছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ গুরুজীর পার্টির একটা সিট সুনিশ্চিত বলে মনে করা হচ্ছে। এছাড়া ওয়াই এস আর কংগ্রেসে চারটি সিট পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিজেপি মাঝে নতুন খেলা কখন খেলে দেবেনা তা হলফ করে বলা যায় না।

এছাড়া এই বছরই নভেম্বর মাসে আরো একটি রাজ্যসভার নির্বাচন হবার কথা তাতে উত্তরপ্রদেশে নটি উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশের একটি করে রয়েছে।