অবতক খবর :: কোলকাতা :: ২০ই নভেম্বর:: পিটিআইকে মুম্বাইর ব্রিচ ক্যানডি হাসপাতাল থেকে জানানো হয়েছে, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, তাঁর ফুসফুসে এখনো সংক্রমণ রয়েছে।

এদিকে লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় চলচ্চিত্র পরিচালক মধুর ভান্ডারকর তাঁর বাড়িতে যান। সেখান থেকে ফিরে তিনি টুইটারে লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন, তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। সবার কাছে অনুরোধ, আপনারা গুজব ছড়াবেন না।’

১১ নভেম্বর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতির হওয়ায় লতা মঙ্গেশকরকে ব্রিচ ক্যানডি হাসপাতালে ভর্তি করা হয়। এর পর দ্য হিন্দু জানায়, হাসপাতালে সিনিয়র মেডিকেল অ্যাডভাইজার ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাবধানে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে লতা মঙ্গেশকরকে। সেদিন বিকেলে এক ঘনিষ্ঠ আত্মীয়কে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানায়, লতা অনেকটাই সুস্থ আছেন। লতার ছোট বোন উষা মঙ্গেশকর এবার পিটিআইকে বলেছেন, ‘দিদির অবস্থা অনেকটাই ভালো। ভাইরাল ইনফেকশন যাতে না হয়, সে কারণেই দিদিকে হাসপাতালে রেখে চিকিৎসা করাচ্ছি।’

গত ২০ সেপ্টেম্বর ৯০ বছর পূর্ণ করেছেন লতা মঙ্গেশকর। ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয়। ১৯৮৯ সালে তিনি ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পান।