রে মন! কথা শোন
তমাল সাহা

রে মন!
মরণকালে চোখে দাও রে তুলসী পাতা।
এতদিন লাল সুতোয় বাঁধা ছিল হিসেবের খেরোর খাতা।

সব গিয়েছে ভেসে,এমন কি
ঘরের ছোট্ট সিংহাসন বিগ্রহ গোপাল!
রে মন! ছাড়লিনা ও তারে, পোড়াকপাল!

মন রে! নদী বাঁধ ভেঙেছে।
মরণ বাঁচন ভাসন ডোবন
সে তো জীবনেরই খেলা।
তোর হাতে শুধু কলকাঠি
চোখে কামাইয়ের কালবেলা।

মন রে! নদী বাঁধের টাকা গিয়েছে জলে।
মন পাখি দেখে,প্রশ্ন করে
পুতলি না কেনরে ম্যানগ্রোভ পাঁচ কোটি?
আমপানে টাকা তো ছিল বরাদ্দ
লাগালি কোথায়? কোন বাপের শ্রাদ্ধ!
আরো শালো! পাঁচ কোটি গাছ
তবে মঞ্জুরের টাকা কত কোটি!
কত বড় হা তাহার!
কে নিল গিলে এই বড় গ্রাসটি?

মন রে! এখনো উপায় আছে
ঘোষণা করে দে হবে–দুর্নীতির তদন্ত।
তদন্তের মানে তো সবাই জানে
এর অভিনয় চলবে অনন্ত।

রে মন!কোভিড মরণের হিসেব নেই
একদিনে যশের হিসেব সারা!
যশে ক্ষতিপূরণ কুড়ি হাজার কোটি।
যশ বলে,
যোগ-বিয়োগে জলমেশানো গলতি নেই,
একদম নিখুঁত খাঁটি হিসেবটি।

রে মন! ভবের হাটে দোকান খোলা
লক ডাউনেও ঝাঁপ তোলা।
চলছে দেদার বেচাকেনা
মিটিয়ে নে সব পাওনা-দেনা।
মানুষ বলুক, বাঁচাও! বাঁচাও!
এই তো সুযোগ রে মন!
মানুষকে পণ্য করো,
কামাও রে মন! কামাও!