আমার মতো শব্দজীবী লেখে বৌদ্ধিক নয়, সাধারণের জন্যে।
দয়া করে পড়বেন। আর কিছু না করুন,যন্ত্রণা ভোগের সমব্যথী তো পেলুম!

রক্ত পতাকা ওড়াস ? বিপ্লব দেখাস? নানুরে খুন হয়ে গেল বাদল শেখ, ৭ নভেম্বর’২১

রক্ত পতাকা ও ক্ষেত-মজুর
তমাল সাহা

বাড়ির সামনে লোক করেছিল জড়ো
তোমরা যাকে
ক্ষেতমজুর বলে উপেক্ষা করো।

সে জানে,
লাল ঝান্ডা, লাল পতাকার দাম।
হে মার্কেটের লড়াইয়ে
রক্তে ভেজা জামা তুলে ধরেছিল কারা
শরীরে ঝরছিল দর দর ঘাম।

বাদল শেখ সাত নভেম্বরও জানে।
নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী হোক!
উপরে উঠছে পতাকা সোচ্চার স্লোগানে।

রক্ত পতাকা ওড়াস আমাদের পাড়ায়
এতো হিম্মৎ তোর!
এবার রক্ত কাকে বলে দেখ
কেটে যাবে লাল পার্টি করার ঘনঘোর।

বেদম পেটাই– রক্তাক্ত জখম
মাটিতে গড়িয়ে পড়ে বাদল শেখ।
রোদ ছুটে আসে, উজ্জ্বল করে তার মুখ।
মাথার উপরে রক্ত পতাকা উড়তে থাকে,
ছুঁতে চায় আকাশের বুক।