অবতক খবর,২৭ মেঃ যেদিকে বাড়াই হাত সেদিকেই রবীন্দ্রনাথ। মে মাস রবীন্দ্রনাথের জন্মমাস। এই মে মাসেই শিলংয়ে বসে ১৯২৩ সালে তিনি রচনা করেন রক্তকরবী নাটকটি। এই বহু আলোচিত এবং বিতর্কিত নাটকটি বিদগ্ধ মহলে বিভিন্ন কৌণিকে বৌদ্ধিক চিন্তায় আলোড়ন সৃষ্টি করেছিল। সেই নাটক রচনাকালের শতবর্ষকে স্মরণ করে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে উল্লেখযোগ্য একটি সামাজিক প্রকল্পের আয়োজন করে গয়েশপুর নবারুণ সংঘ।

কবিগুরুর প্রিয় ফুলগাছের কাছেই সংগঠনের সদস্যরা আশ্রয় নিলেন। রচনার শতবর্ষে একশত রক্তকরবী চারারোপণ করেন এবং একই সাথে আসন্ন বিশ্ব পরিবেশ দিবসের বার্তা প্রদান করলেন।

গয়েশপুর নবারুণ সংঘ চিরকালই নাট্যচর্চা ও সংস্কৃতির অগ্রণী পথিক। তাদের নিজস্ব নাট্যমঞ্চ তৈরী সম্পূর্ণ হয়ে যাবে এই বছরেই। ওপার বাংলার মানুষদের দ্বারা ৭৩ বছর আগে এর স্থাপনা।

উল্লেখ্য বলরাম মুখার্জী- সভাপতি,বিমল ঘোষ- সম্পাদক,সুদীপ্ত দত্ত- সাংস্কৃতিক সম্পাদক, তাদের নেতৃত্বে এই সংগঠনটি একটি শিল্পচর্চা কেন্দ্রে পরিণত হয়েছে।