সারাদিন ঘুরি ফিরি কত কী দেখি শুনি
প্রজন্ম রে তোর কাছে আমি ঋণী
আমার হাতে শুধু কলম কিছু সঞ্চিত শব্দের ধারাপাত
তোর স্পর্ধার কাছে আমার মাথানিচু
চোখ বেয়ে নামে জলপ্রপাত

প্রেরণা
তমাল সাহা

ওই তো ছোট্ট একটু কচি শিরদাঁড়া
তুলেছে তুফান
মাতিয়ে দিয়েছে গাঙ্গেয় পাড়া

সোজা কথা সে সোজা বলতে জানে
সবাই নিশ্চুপ
শাসকও উৎকর্ণ, পৌঁছে গেছে তার কানে

সবাই চাইছে এড়াতে রাজনীতি সে এড়ায়নি
স্পষ্ট বলেছে
সমাজ দেখেছে সে শপথ নিয়েছে পিছাবনী

অনুপ্রেরণা লাগেনি তার সে নিজেই প্রেরণা
বুকে দুঃসাহস নিয়ে বলেছে
শিক্ষাক্ষেত্রে এই প্রতারণা চলতে পারে না

শিক্ষকেরাই আসল মানুষ গড়ার কারিগর
যোগ্যরা বসে আছে পথে
শাসক স্বেচ্ছাচারী নিজেকে ভাবছে হরিহর

কবি বলেছে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
নিজেকে ধিক্কার দিয়ে কবি অনুসারী সে
বলেছে এই দুর্নীতি ভরা রাজ্য আমার রাজ্য না

প্রেরণা শব্দটি আগে পরে অনুপ্রেরণা আসে
অনুপ্রেরণা পরাজিত প্রেরণার কাছে
এই রৌদ্রবলয়ের নিচে এখনো মানুষ আছে