অবতক খবর,২৭ মেঃ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের বন্দরগছ এলাকায়। আজ তাকে হাতেনাতে ধরল এলাকার স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, ওই যুবক ভোর থেকেই এলাকায় ঘোরাঘুরি করছিল। তা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। আর সেই সন্দেহের বশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে এলাকার মানুষেরা। কিন্তু জবাব মেলেনি। এরপরে খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। পুলিশ এসে ওই যুবককে ফাঁসিদেওয়া থানায় নিয়ে যায়। যদিও অভিযুক্ত যুবক বাংলাদেশী নাকি ভারতীয়, তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। যদি সে বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকে তবে কি কারণে ওপার থেকে এপারে প্রবেশ করেছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা আকাশ সিংহ জানান, যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই। তাই প্রতিনিয়ত রাতের অন্ধকারে এদিক দিয়ে গরু পাচার হয়ে থাকে। তাকে সকাল থেকে ঘুরাঘুরি করতে দেখছিলাম । তাই সন্দেহ হয় সে বাংলাদেশ থেকে এবার এপারে এসেছে। তাই পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।