অবতক খবর , শিলিগুড়ি :      মহিলাদের জীবন জীবিকা ও গনতান্ত্রিক অধিকার রক্ষার দাবীতে দেশজুড়ে জাতীয় প্রতিবাদ দিবস পালন করল ভারতের মহিলা সংগঠন সমূহ। সারাদেশের পাশাপাশি শিলিগুড়ির হাসমিচকেও এই প্রতিবাদ দিবস পালন করে বেশ কয়েকটি বামপন্থী মহিলা সংগঠন। এদিন হিলকার্ট রোডের হাসমি চকে রাস্তার পাশে সারিবদ্ধভাবে প্ল্যাকার্ড হাতে নিয়ে বেশ কিছু দাবীকে সামনে রেখে প্রতিবাদে সামিল হন মহিলারা। মহিলা সংগঠন সমূহের দাবী দেশের প্রত্যেক নাগরিককে রেশনের আওতায় আনতে হবে, লক ডাউনে ক্ষতিগ্রস্থদের ব্যাঙ্ক ঋণ ও সুদ মকুব কুরতে হবে।

জিডিপির ৩ শতাংশ দেশের স্বাস্থ্যখাতে খরচ করতে হবে, কেন্দ্র ও রাজ্যের সমস্ত ঘোষিত কর্মসূচীর বাস্তবায়ন করতে হবে। এছাড়া জাতীয় নয়া শিক্ষানীতির তীব্র বিরোধীতা করেছে যৌথ মহিলা সংগঠন সমূহ। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা সমিতির পক্ষে স্নিগ্ধা হাজরা, মনি থাপা প্রমূখ।