নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    বাঁকুড়ার বিষ্ণুপুরে লালবাঁধে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুর শহরের লালবাঁধ এলাকায় । মৃত যুবকের নাম তাপস মাঝি । বয়স ২৬ বছর ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , তাপস মাঝি নামের ওই যুবক বিষ্ণুপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা । আজ সকালে স্থানীয় বাসিন্দারা লালবাঁধে যুবকের মৃতদেহ ভাসতে দেখেন । সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষ ঘটনাস্থলে ভিড় জমান । এরপর খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশকে । পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তার সঠিক কারণ কেউ এখনো বলতে পারছেনা। ওই যুবকের মৃত্যুর কারণ ধুঁয়াসার মধ্যে রয়েছে। কিভাবে ওই যুবকের মৃত্যু ঘটল তার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।