অবতক খবর :: শিলিগুড়ি ::    লকডাউনের কারনে বিপাকে রেষ্টুরেন্ট এবং রাস্তার খাবারের ব্যাবসায়ীরা। একে দুমাস ধরে বন্ধ সবকিছু তার উপরে দিতে হচ্ছে কর্মচারীদের টাকা। চরম দুর্দসার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। হিলকার্ড রোডের কয়েকজন হোটেল এবং রেষ্টুরেন্ট মালিক এখন মাছ এবং সবজী বিক্রি করছেন। সবচাইতে খারাপ অবস্থা রাস্তার মমো,ঝালমুড়ি এবং ফুচকাওয়ালাদের। ব্যাবসা বন্ধ হয়ে যেতে বসেছে তাদের।

লকডাউনের জন্য সরকারি নির্দেশ আছে যেকোন হোটেল বা রেষ্টুরেন্ট খোলার ব্যাপারে। তাই খুলতে পারছেন না কেউই। কবে হোটেল বা রেষ্টুরেন্ট খুলবে জানেন না কেউই। শিলিগুড়িতে প্রায় কয়েকহাজার খাবার বিক্রেতা আছেন। কাজ হারিয়ে পথে বসেছেন সবাই। কেউ কেউ পেয়াজ বিক্রি করছেন কেউ ঘি বিক্রি করছেন কেউ আবার হাওয়াই চটি বিক্রি করছেন, অনেক খাবারের ব্যাবসায়ীরা ব্যাবসা হারিয়ে প্রায় পথে বসেছেন। এককথায় চরম অনিশ্চিত এই সব ব্যাবসায়ীদের জীবন।