উৎপল রায় :: ময়নাগুড়ি ::   দেশ জুড়ে চলা লকডাউনের কারণেই গৃহবন্দি জনসাধারান। রাজ্যের মূখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বুধবার থেকে শুরু হল বিনামূল্যে রেশন বিলি । তবে সামগ্রী কম দেওয়ার অভিযোগে জেলার একাধিক জায়গায় র‍্যাশন দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।

বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাধিক র‍্যাশন দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রাপ্যের চেয়ে কম পরিমাণে চাল, আটা দেওয়া হচ্ছে। অনেকেই আবার আতপ চাল বিলি নিয়ে প্রতিবাদ করেন।

স্থানীয় বাসিন্দা দীরেশ বসুনীয়া বলেন, “সরকারি নির্দেশ মেনে নির্দিষ্ট পরিমানে জিনিসপত্র দেওয়া হচ্ছে না।” ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ।

ঝাঝাঙ্গী বাজারে ন্যায্যমূল্যে রেশন না পাওয়ায় বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। সরকারি ঘোষনার পরেও ওই রেশন দোকানে ৫ কেজির পরিবর্তে ২ কেজি আতপ চাল ও গম দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করে।