অবতক খবর,১ এপ্রিল: রাজ্যের করোনা পরিস্থিতির কথা আমরা বিশদভাবে জানাচ্ছি। করোনা পরিস্থিতি এই রাজ্যে যে পর্যায়ে আছে, এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ জন এবং মৃতের সংখ্যা ৫ জন। প্রথম মৃত্যু ২৩ মার্চ। এই পর্যন্ত শেষ মৃত্যু ৩১ মার্চ। উল্লেখযোগ্য খবর আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় যেমনভাবে বিজ্ঞাপিত হচ্ছে,বলা হচ্ছে আতঙ্কের কোন কারণ নেই। ২১টি বাংলা মিডিয়া ২ মিনিট অন্তর অন্তর রাজ্য সরকারের বিজ্ঞাপনের প্রচার দিচ্ছে। তাতে স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছেন।

কিন্তু এদিকে হাওড়া জেনারেল হাসপাতালে নার্সরা, কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ সেখানে আইসোলেশন বিভাগ থাকলেও বৈজ্ঞানিকভাবে উপযুক্ত পরিষেবা দেওয়ার জন্য অর্থাৎ রোগীকে সুস্থ করে তোলার জন্য তেমন কোন পরিকাঠামো নেই। এই হাসপাতালের ঘটনায় ২৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক রয়েছেন,নার্সরা রয়েছেন। ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ জনকে রাখা হয়েছে বেলুড় হাসপাতালের কোয়ারেন্টাইনে। মোটামুটিভাবে এই অবস্থায় আছে পশ্চিমবঙ্গ।
এদিকে যত বলা হচ্ছে তত সুব্যবস্হা নেই আইডি হাসপাতালে সেখানেও চিকিৎসাকর্মীদের ক্ষোভ রয়েছে।