নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ৩০শে ডিসেম্বর :: মেদিনীপুর :: গোটা জেলা জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। কোথায় কোথায় তাপমাত্রা ৮ ডিগ্রির নীচে। এমন এক কঠিন অবস্থায় অসহায় ,শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো “দু:স্থের ছায়া” নামক স্বেচ্ছাসেবী সংস্থা।

রবিবার সকালে ওই স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর সদর ব্লকের আউশাবাঁধি গ্রামে কম্বল বিতরণ করল। মোট ২২০জন অসহায় ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হয় বলে, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়াও ওই দিন সন্ধ্যায় মেদিনীপুর চার্চ মেলার প্রাঙ্গনে ৫০জন গৃহহীন ফুটপাতবাসীর হাতে কম্বল তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারীতে এই স্বেচ্ছাসেবী সংগঠন নিপুরার বৃদ্ধাশ্রমে প্রোগাম করে আত্মপ্রকাশ করলেও অল্পদিনের মধ্যে জেলায় বিশেষ খ্যাতি অর্জন করেছে। এই সংগঠনের বিভিন্ন কার্যকলাপ নেটিজেনদের সুনাম কুড়িয়েছে।