অবতক খবর,২৭ ডিসেম্বর : হাতের চাপেই উঠে আসছে সদ্য তৈরি হওয়া পিচের রাস্তা। আর তার জেরেই বিতর্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাকুরিয়ায়। কাকুরিয়া থেকে ঘোষপাড়াগামী সদ্য তৈরি হওয়া রাস্তার উপরের পিচ উঠে যাওয়ায় এলাকাবাসী কার্যত ক্ষিপ্ত হয়ে উঠেন। মঙ্গলবার সকালে দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরী করা হয়েছে বলে অভিযোগ তুলে কন্ট্রাক্টর ও প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন আমজনতা।

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাকুরিয়া থেকে ঘোষপাড়াগামী রাস্তার কাজ শুরু হয় কয়েকদিন আগেই। জেলা পরিষদের তত্ত্ববাধানে প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে করে আড়াই কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় জোরকদমে। রাস্তার কাজ নিয়ে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন এলাকাবাসীরা। যদিও দিব্যিই চলছিলো কাজ। সম্প্রতি দুদিন আগেই কাকুরিয়া সংলগ্ন এলাকায় সম্পন্ন হয়েছে কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ একেবারেই নিম্নমানের। শুধু নিম্নমানেরই নয়, হাতের চাপেই উঠে আসছে দুদিন আগেই তৈরি হওয়া পিচ রাস্তা। বারবার কন্ট্রাক্টরকে বলেও কোনোরকম কাজ হয়নি। অবিলম্বে ফের রাস্তা সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ওই রাস্তার কন্ট্রাক্টর শাহ আলমের দাবি, সঠিকভাবেই কাজ হয়েছে। কোনোরকম দুর্নীতি হয়নি। এদিকে কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলামও। সকলের দাবি, পুনরায় কাজের গুনগত মান বাড়িয়ে রাস্তা সঠিকভাবে নির্মাণ করা হোক। রাস্তার কাজ ঠিকমতো না হলে তা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।