অবতক খবর,২৭ ডিসেম্বর : বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে হুইলচেয়ার সহ অন্যান্য সামগ্রিক তুলে দেয়া হলো লালবাগে। মঙ্গলবার লালবাগ বান্ধব সমিতি ময়দানে বা আস্তাবল ময়দানে ডোমকল বিকাশ কেন্দ্র স্বেচ্ছাসেবী সংগঠনের একটি অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে হুইলচেয়ার ট্রাই সাইকেল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হল। এদিন ১৬৮ জন মানুষের হাতে এই সমস্ত সামগ্রিক তুলে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল, লালবাগ মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শাওনী সিংহ রায়, লালবাগ মহকুমা শাসক সুদীপ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, সহ বহুবিশিষ্ট ব্যক্তিরা।

লালবাগ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শাওনী সিংহ রায় বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, যাদেরকে নিয়ে আমরা আজ থেকে ছয় মাস আগে একটি শনাক্তকরণ শিবির করেছিলাম, সেই শনাক্তকরণ শিবিরের ডাক্তার বাবুরা যে যে ব্যক্তির জন্য ট্রাই সাইকেল, হুইল চেয়ার, কানের ইন্সট্রুমেন্ট, এবং স্টিক সহ যা যা বরদা করেছিল আজকে সেগুলো বরাদ্দা অনুযায়ী এই ক্যাম্পের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হল। মুর্শিদাবাদ পৌরসভার সহযোগিতায় আজকে লালবাগের ঐতিহাসিক আস্তাবল মাঠে আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হল। আজ মোট ১৬৮ জন বিশেষ ভাবে সক্ষম মানুষের হাতে এই সমস্ত জিনিসগুলো তুলে দেওয়া হলো।”